
গাজীপুরে প্রতিমা ভাংচুর: পুলিশ বলছে কিশোরদের ছেলেমানুষী, সম্প্রীতি বজায় রাখার আহ্বান!
HindusNews, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানাধীন শ্মশানঘাট এলাকায় গত ১৭ সেপ্টেম্বর নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা হলেও তদন্তে বলা হচ্ছে, এটা কোনো পরিকল্পিত বা সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা নয়; বরং নিছক কিশোরসুলভ ছেলেমানুষির ফল।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনায় জড়িত দুই কিশোর রাকিব হাসান পাটোয়ারী (১৩) ও নাজমুল ইসলাম (১২)—কে হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে রাকিব জানায়, প্রতিমা তৈরির কাজ দেখতে গিয়ে কারিগরদের খারাপ ব্যবহার ও তাড়িয়ে দেওয়ায় তারা ক্ষুব্ধ হয় এবং আবেগের বশবর্তী হয়ে প্রতিমাটি ভাঙচুর করে।
গাজীপুর মহানগর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বাপ্পি দে বলেন,
“এটি কোনো পরিকল্পিত ঘটনা নয়, কেবল কিশোরদের ছেলেমানুষি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কারণ এতে নেই। বরং আমরা এটিকে শিক্ষণীয় ঘটনা হিসেবে দেখছি, যাতে ভবিষ্যতে সবাই আরও সতর্ক হয়।”
ঘটনার পরপরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং যথাযথ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মোঃ জাহিদ হাসান সাংবাদিকদের বলেন,
> “এই ঘটনার সঙ্গে কোনো প্রকার সাম্প্রদায়িক উদ্দেশ্য জড়িত নেই। এটি সম্পূর্ণ কিশোরদের আবেগপ্রসূত ছেলেমানুষি। গাজীপুরে দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি রয়েছে এবং ভবিষ্যতেও তা অটুট থাকবে। পুলিশ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
অগ্রগামী যুব সংঘের আয়োজনে নির্মাণাধীন প্রতিমাটি কাপড় দিয়ে ঘেরা থাকলেও সেখানে পাহারার ব্যবস্থা বা সিসি ক্যামেরা ছিল না। তবে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামগ্রিক নিরাপত্তা জোরদার করেছে।