দুর্গাপূজায় ষষ্ঠী থেকে ১২ দিন হাইস্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাতিল

2 week ago
VIEWS: 156

HindusNews ডেস্ক :

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও ভাবগাম্ভীর্য বজায় রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত হাইস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষার দিন ধার্য্য না করার নির্দেশ দিয়েছে। এ সময় ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মী পূজাসহ অন্যান্য ধর্মীয় উৎসবও অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, “শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৫ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রণয়ন করা হয়েছে। তালিকায় শ্রী শ্রী দুর্গা পূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজার ছুটি ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনুমোদিত হয়েছে।”

এই আদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রশাসন জানিয়েছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই ১২ দিনের মধ্যে কোনরূপ পরীক্ষা নেওয়া যাবে না।

শালীনভাবে পূজা উদযাপন এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটি শুরু হবে মহাষষ্ঠী থেকে। সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলোর জন্য ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর এবং ৭ অক্টোবর পর্যন্ত চলবে। ৮ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। কলেজগুলোও একইভাবে ২৮ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু করবে এবং ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। ক্লাস শুরু হবে ১২ অক্টোবর।

পঞ্জিকা অনুযায়ী, মহালয়ার সপ্তম দিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মাধ্যমে পাঁচদিনের দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর দশমীর সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে উৎসব সমাপ্ত হবে।

এই বছর দেবী দুর্গার আগমন হবে গজে অর্থাৎ হাতির পিঠে চড়ে। দশমীতে দেবী মর্ত্যলোক ত্যাগ করবেন দোলায় চড়ে, যা মহামারী বা মড়কের প্রতীক হিসেবে ধরা হয়।

প্রতিমা শিল্পীরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। রং তুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজানো হচ্ছে। পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার দেশে মোট ৩৩,৫৭৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকায় ২৫৫টি মণ্ডপে পূজা হবে।

উৎসব শুরুর আগেই শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও স্বস্তি নিয়ে এসেছে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন