
অপহরণ নয়, প্রেমিকের সঙ্গে স্বেচ্ছায় ঘর ছাড়লো হিন্দু কিশোরী তন্নী রানী দাস
HindusNews ডেস্ক:
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বসবাসকারী হিন্দু কিশোরী তন্নী রানী দাস (ছদ্মনাম) সম্প্রতি মোবারক নামে এক মুসলিম যুবকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পরিবারের অভিযোগ, এটি সরাসরি অপহরণ বা মুক্তিপণ দাবি নয়, বরং কিশোরীকে প্রেমের প্রলোভনে ফেলে ‘লাভ জিহাদের’ ফাঁদে ফেলা হয়েছে।
গত ৮ আগস্ট স্কুলে যাওয়ার কথা বলে তন্নী রানী দাস বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে জানা যায়, সে মোবারকের সঙ্গে পালিয়েছে।
গোপন সূত্রের ভিত্তিতে ২২ আগস্ট রাজধানীর আমিনবাজার এলাকা থেকে তন্নী ও মোবারককে উদ্ধার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা টিম।
বাসন থানার ওসি (তদন্ত) সেলিম HindusNews-কে বলেন, “তদন্তে আমরা নিশ্চিত হয়েছি মেয়েটি তার প্রেমিকের সঙ্গে স্বেচ্ছায় পালিয়েছে। মেয়েটির পরিবার শুরুতে অপহরণের অভিযোগে সাধারণ ডায়েরি করেছিল। তবে ওরা দু’জনেই অপ্রাপ্তবয়স্ক এবং হিন্দু-মুসলিম ভিন্ন ধর্মের হওয়ায় নিজেদের সিদ্ধান্ত নেয়ার বয়স হয়নি। আদালতের নির্দেশই হবে উত্তম সমাধান।”
তন্নী রানী দাসের পরিবার এখনো দাবি করছে এটি নিছক প্রেম নয়; পরিকল্পিতভাবে কিশোরীকে বিভ্রান্ত করে ঘরছাড়া করা হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, বিষয়টি আদালতে উপস্থাপন করা হবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।