
দুর্গাপূজা ঘিরে নেত্রকোণা সীমান্তে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন
HindusNews ডেস্ক:
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নেত্রকোণা জেলার ভারতীয় সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় অতিরিক্ত ১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের দশভূজা বাড়ি মন্দির পরিদর্শন শেষে নেত্রকোণা-৩১ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দুই উপজেলার সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ৩৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন করতে আজ থেকেই ১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি প্লাটুনে ২০ জন করে বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান আরও বলেন, কোনো অশুভ চক্র যাতে পূজার অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত টহল এবং মণ্ডপগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা বিজিবির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, প্রতি বছর দুর্গাপূজায় সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হলে ভক্ত ও পূজারীরা নিশ্চিন্তে উৎসব পালন করতে পারেন।
উল্লেখ্য, এ বছর নেত্রকোণার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় মোট ৩৯টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন।