পঃবঙ্গে মুসলিমরা ভারতীয় নাগরিকত্বের জন্য এভিডেভিড করে ধর্ম পরিবর্তন করছে।

2 week ago
VIEWS: 33

নারায়ণ দেবনাথ:

পঃবঙ্গে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের মধ্যে ধর্ম পরিবর্তনের হিড়িক পড়ে গিয়েছে। মুসলিম থেকে হিন্দু নাম ধারণ করে পদবী পরিবর্তন করে বাবা-মায়ের নাম পাল্টে বিভিন্ন হাসপাতাল ক্লিনিক এবং পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট সংগ্রহ করতে গিয়ে এই জালিয়াতি সামনে এসেছে।

কলকাতা আরজিকর হাসপাতালের সুপার ডাঃসপ্তর্ষী চ্যাটার্জি মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে এই তথ্য সামনে নিয়ে এসেছেন। তিনি বলেছেন, হঠাৎ করে ৪৫/৫০ বছরের মানুষদের মধ্যে সচেতনতা বেড়ে গিয়েছে। ৮৩/৮৪/৮৫ সালে যাদের জন্ম তারা এখন আসছে নুতন করে বার্থ সার্টিফিকেট নিতে। তারা এসে কেউ বলছে স্যার আমার নামটা পরিবর্তন করে দিতে হবে কেউ বলছে আমার পদবী চেইঞ্জ করতে হবে কেউ বলছে বাবা-মায়ের নামটা পাল্টে দিতে হবে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো কেউ আবার বলছে আমার ধর্ম পরিবর্তন করে নুতন করে বার্থ সার্টিফিকেট দিতে হবে। সবগুলো ক্ষেত্রেই তারা কোর্ট থেকে একটি এফিডেভিট সার্টিফিকেট নিয়ে আসছে। বসিরহাট ও বনগাঁ অঞ্চলের লোকজন আমার কাছে একটু বেশি আসছে। এই দু’জায়গা থেকে বেশি মানুষজন এসে বলছে স্যার কাজটা করে দিন আপনার জন্য চিংড়ি মাছ নিয়ে আসবো। এটলিস্ট ১০জনকে আমি পার্সোনালি মিট করেছি যাদের বাড়ি কিন্তু সীমান্তবর্তী এলাকাতে।

আরজিকর হাসপাতালের এমআরডিতে ১০ বছরের বেশি সময়ের ডকুমেন্ট নেই। আমরা দেব কোথা থেকে। আমরা স্টেইট বলে দিচ্ছি এখান থেকে সম্ভব না আপনারা হায়ার অথরিটিকে বলুন যদি অন্য কোন রাস্তা থেকে থাকে। আমাদের কাছে এমন কোন নির্দেশিকা নেই যাদের ডকুমেন্ট নেই তাদের বার্থ সার্টিফিকেট দেয়ার।

ঠিক একই ভাবে কোচবিহার দঃ২৪পরগনা মালদা মুশির্দাবাদ মালদা উঃদিনাজপুর উঃ২৪পরগনা এবং নদীয়ার সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত এলাকায় বসবাসরত বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের মধ্যে ভোটার লিস্টে নাম থাকা সত্বেও তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তার দেখা দিয়েছে। কারণ পূজার পর জাতীয় নির্বাচন কমিশন সারাদেশে ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন(SIR)করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতিমধ্যে বিহারে SIR এর কাজ শেষ হয়েছে। সেখানে ভোটার লিস্ট থেকে ৬৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে।

ভূয়া নথিপত্র দেখিয়ে ভোটার লিস্টে নাম তুলে যারা দীর্ঘদিন যাবৎ ভারতের বিভিন্ন রাজ্যে বসতি স্থাপন করে ভারতীয় নাগরিক হয়ে গিয়েছিলেন তাদের প্রশাসন ধরেধরে বিএসএফের কাছে তুলে দিচ্ছে। বাদ ছিল পঃবঙ্গ। এবার ভোটার লিস্ট সংশোধনের সময় জাতীয় নির্বাচন কমিশন যেসব নথির মাধ্যমে ভোটার লিস্ট যাচাইয়ের পদ্ধতি নির্ধারণ করেছেন তাতে পঃবঙ্গে বসবাসরত অনুপ্রবেশকারী মুসলমাদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেকোন মূল্যে পঃবঙ্গে SIR হতে দিবেনা বলে হুমকি দিয়ে রেখেছেন।

যদি নির্বাচন কমিশন ঠিকঠাক ভোটার লিস্ট সংশোধনের কাজ করতে পারে তাহলে পঃবঙ্গ থেকে অন্তত দেড় কোটি অবৈধ অনুপ্রবেশকারীর নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচা-মরার সন্ধিক্ষণে দাড়িয়ে আছেন। কারণ এই অবৈধ অনুপ্রবেশকারীরাই তার ভোট ব্যাংক।

ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত না ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন না হচ্ছে ততদিন পর্যন্ত কোন নির্বাচন নয়।

এখন দেখার পূজার পর SIR আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কি ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন