

শুকতাহারে একই রাতে দুই জায়গায় প্রতিমা ভাঙচুর! একজন আটক!
জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাট জেলার কালাই উপজেলার শুকতাহার গ্রামে বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) গভীর রাতে এক ভয়াবহ ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই রাতে একই গ্রামে দুই জায়গায় পূজা মণ্ডপের প্রতিমা ভেঙে ফেলা হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ বাবু মণ্ডল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত বাবু মণ্ডল বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
কালাই থানার ওসি (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, “ঘটনার সঙ্গে কারা জড়িত ও উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।”
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দ্রুত দোষীদের শাস্তি দাবি করেছেন। তারা বলেন, “দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা আমাদের জন্য বড় ধাক্কা।”
পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনও ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পূজা উদযাপনের নিরাপত্তা জোরদার করার আশ্বাস দিয়েছে।