
খুলনায় হিন্দু যুবককে গুলি করে হত্যার চেষ্টা! আহত অনিক হাসপাতালে
HindusNews ডেস্ক :
খুলনা মহানগরীতে এক হিন্দু যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টা চালানো হয়েছে। আহত ওই যুবক অনিক দাস (১৮) বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর থানাধীন সাবরেজিস্ট্রি অফিসের সামনে এই ঘটনা ঘটে। হঠাৎ দুর্বৃত্তরা অনিককে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। গুলিটি অনিকের বাম পায়ে লাগে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অনিকের বাবা মন্টু দাস খুলনা বড় বাজারের একজন ব্যবসায়ী। পরিবারের বাসা খুলনা সার্কিট হাউসের সামনে। অনিক এ বছর এইচএসসি পাস করে অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম HindusNews-কে জানান, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলিবর্ষণকারীদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তবে গুলির কারণ এখনো জানা যায়নি।”
স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় অনিক সাবরেজিস্ট্রি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎই দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায়। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অনিকের স্বজনরা ঘটনার দ্রুত তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।