
শিবচরে দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাগর কর্মকার, শিবচর প্রতিনিধি :
মাদারীপুরের শিবচরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ও সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটি এবং বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সঙ্গে সম্প্রীতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় শিবচর উপজেলা বিএনপির উদ্যোগে সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর দুর্গাপূজা মণ্ডপ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিবচর উপজেলা বিএনপি সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় এবং আহবায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাফর আহমেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহের গোমস্তা, মোঃ শাহজাহান মোল্লা সাজু মোল্লা, মোতাহার হোসেন হাওলাদার, মোঃ শহীদুল ইসলাম দীপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজমত হোসেন খানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সার্বজনীন উৎসব। শান্তিপূর্ণ পরিবেশে সব সম্প্রদায়ের মানুষ মিলে এই শারদীয় দুর্গাপূজা উদযাপনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন হবে।
স্থানীয়দের মতে, এই ধরনের মতবিনিময় সভা আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে এবং পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও সৌহার্দ্য আরও দৃঢ় করবে।