
বিদেশি আক্রমণে ভারতের হিন্দু জনসংখ্যা কমেছে : যোগী আদিত্যনাথ
HindusNews ডেস্ক :
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন, শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশি আক্রমণ ও উপনিবেশিক শাসনের কারণে শুধু দেশের সম্পদই নয়, হিন্দু জনসংখ্যাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) লখনৌতে রাজ্য পর্যায়ের এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ১১০০ খ্রিস্টাব্দে ভারতের হিন্দু জনসংখ্যা প্রায় ৬০ কোটি ছিল। কিন্তু ১৯৪৭ সালে দেশ স্বাধীনতা অর্জনের সময় তা নেমে দাঁড়ায় প্রায় ৩০ কোটিতে।
যোগী প্রশ্ন তোলেন, “৮০০-৯০০ বছরে জনসংখ্যা বাড়া উচিত ছিল, নাকি কমা উচিত ছিল? কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বিদেশি আক্রমণ ও শাসনের ফলে ভারতের হিন্দু জনসংখ্যা অর্ধেকে নেমে এসেছে।”
তিনি আরও বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশি শাসকেরা ভারতের সম্পদ, সংস্কৃতি ও মানুষকে শোষণ করেছে। জাতি, অঞ্চল, ভাষা ও নানা কারণে বিভাজনের নীতি গ্রহণ করে ভারতীয় সমাজকে দুর্বল করেছে। “ভারতে কী ছিল না? সবই ছিল। কিন্তু কিছু লোক বিদেশি মানসিকতা নিয়ে সমাজকে ভাগ করেছে, আজও সেই মানসিকতা চলছে,” মন্তব্য করেন যোগী।
তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে শুরু হওয়া স্বদেশি আন্দোলনের মূল লক্ষ্য ভারতীয় শ্রমিক ও যুবকদের শক্তিশালী করা। “এই স্বদেশি প্রচারণাকে নানা দিক থেকে প্রশ্ন করা হবে। কিন্তু প্রধানমন্ত্রীর বার্তা স্পষ্ট: যা কিছু ভারতীয় শ্রমিকের ঘাম ও ভারতীয় যুবকদের প্রতিভায় তৈরি, সেটাকেই আমাদের প্রাধান্য দিতে হবে,” বলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
ভারতের এনডিটিভি জানায়, যোগী আদিত্যনাথের এই বক্তব্য ইতিমধ্যেই দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ইতিহাসবিদদের কেউ কেউ তার দেওয়া সংখ্যাকে প্রশ্নবিদ্ধ বললেও বিজেপি সমর্থকরা এটিকে ঐতিহাসিক সত্য হিসেবে তুলে ধরছেন।