
সাতক্ষীরায় স্কুলছাত্রী পূর্ণিমা দাসকে ধর্ষণের পর হত্যা
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত পূর্ণিমা দাস (১৫) গাভা হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং টিকেট এলাকার শান্তি রঞ্জন দাসের মেয়ে।
শুক্রবার সকালে স্থানীয়রা তারক মণ্ডলের বাগান থেকে পূর্ণিমার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় পূর্ণিমা। এরপর আর সে বাড়ি ফেরেনি। তাদের ধারণা, অজ্ঞাত ব্যক্তিরা তাকে জোর করে তুলে নিয়ে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে হত্যা করেছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা HindusNews–কে বলেন, "আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি ধর্ষণ ও হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে"।