
মৌলভীবাজারে সুবল বৈদ্যের শেষ সম্বল ৬টি গরু চুরি
শান্ত পাল, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের দেবাই জগৎসী গ্রামে ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সুবল বৈদ্যের গোয়ালঘর থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে তার শেষ সম্বল ৬টি গরু চুরি হয়ে গেছে।
পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে গরুগুলো বেঁধে রাখেন সুবল বৈদ্য। ভোরের দিকে গিয়ে তিনি দেখতে পান গোয়ালঘরের তালা কাটা ও গরুগুলো নেই। তিনি তখন হতবিহ্বল হয়ে পড়েন।
সুবল বৈদ্য HindusNews-কে বলেন, “আমার আর কিছুই নেই। এই ছয়টা গরুই ছিল আমার জীবিকার শেষ ভরসা। ওগুলোও নিয়ে গেল। এখন আমি একেবারে পথে বসেছি।”
স্থানীয়রা জানান, গরু চুরির ঘটনাটি এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি করেছে। তারা দ্রুত চোরদের গ্রেপ্তার ও গরুগুলো উদ্ধারের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
এই ঘটনার পর সনাতন সম্প্রদায়ের মানুষজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকার সচেতন মহল বলছে, এমন ঘটনায় সাধারণ মানুষের জীবন-জীবিকায় বিরাট প্রভাব পড়ে। তারা প্রশাসনের কড়া নজরদারি ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।