

নীলফামারীর সুবর্ণখূলীতে শিব মন্দিরে ভাঙচুর, স্থানীয়দের হাতে যুবক আটক
নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী জেলার সুবর্ণখূলী এলাকার ডারার পাড়ে অবস্থিত শিব মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এক যুবক মন্দিরের ভেতরে প্রবেশ করে প্রতিমা ও উপাসনালয়ের কিছু সামগ্রী ভাঙচুর করতে থাকে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক যুবকের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
মন্দির কমিটির সদস্য হরিদাস বর্মণ HindusNews-কে বলেন, “আমরা প্রতিদিনের মতো পূজা-অর্চনা করছিলাম। হঠাৎ দেখি একজন মন্দিরের ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেছে। আমরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে।”
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
এ ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। মন্দিরের নিরাপত্তা বাড়ানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে এলাকাবাসী।