
চকরিয়ার খুন ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধার করায় চকরিয়া থানা পুলিশকে আইজিপির এক লক্ষ টাকা পুরস্কার
হৃদয়, কক্সবাজার প্রতিনিধি :
সম্প্রতি কক্সবাজারের চকরিয়ার মহাসড়কে সংঘটিত খুন ও ডাকাতির ঘটনায় অসামান্য সাফল্য দেখিয়েছে চকরিয়া থানা পুলিশ। এএসপি (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাস ও অফিসার ইনচার্জ (ওসি) চকরিয়া থানা এবং তাঁদের সঙ্গে থাকা সঙ্গীয় ফোর্স দ্রুত অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধানকে গ্রেফতার করেন। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীর ভিত্তিতে অপর দুই আসামিকেও লুণ্ঠিত মালামালসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।
এ ঘটনায় পুলিশ সদস্যদের এ অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম, নগদ এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন। মাননীয় আইজিপির প্রদত্ত এই অর্থ জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ সাইফউদ্দীন শাহীন আনুষ্ঠানিকভাবে অফিসার ইনচার্জ, চকরিয়া থানার হাতে তুলে দেন।
এই পুরস্কারের মাধ্যমে আইজিপি বাহারুল আলম পুলিশ সদস্যদের প্রতি উৎসাহ ও মনোবল বৃদ্ধি করার বার্তা দিয়েছেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।
জেলা পুলিশ কক্সবাজারের পক্ষ থেকে চকরিয়া থানার এএসপি, ওসি এবং সঙ্গীয় ফোর্সকে অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয়রা আশা করছেন, এই ধরনের পদক্ষেপ চকরিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত করবে এবং অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার হবে।