
নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে একসঙ্গে সাত শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদানকে ঘিরে জেলা রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের ভবেতরণী দুর্গামণ্ডপ চত্বরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য সংগ্রহ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবেতরণী দুর্গামণ্ডপ কমিটির সভাপতি গজেন্দ্রনাথ রায়। জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, কচুকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বুলু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গজেন্দ্রনাথ রায়, সিমা রানী রায় ও প্রহলাদ রায়। তারা বলেন, “আমরা সবসময় গণমানুষের পাশে থাকতে চাই। দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির সঙ্গে একত্রে কাজ করতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক তার বক্তব্যে বলেন, “আমরা সবাই এ দেশের সন্তান। ধর্ম–বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে থাকাই আমাদের লক্ষ্য। বিএনপি গণমানুষের দল—তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।”
জেলা বিএনপির সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, “বিএনপি সব ধর্মের মানুষের দল। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিটি মন্দিরে বিএনপির স্বেচ্ছাসেবকরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। গুজবে কান না দিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি হলে প্রশাসন ও আমাদের জানাতে হবে।”
বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মতে, এত বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীর একসঙ্গে বিএনপিতে যোগদান শুধু দলের সাংগঠনিক শক্তি বাড়াবে না, বরং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।