ক্ষমতায় গেলে ভিন্নধর্মাবলম্বীদের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার জামায়াতের – নূরুল ইসলাম বুলবুল

2 week ago
VIEWS: 44

HindusNews ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের ভিন্নধর্মাবলম্বী নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর স্বামীবাগের ঢাকা পার্টি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে মন্দির ও পূজা কমিটির সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন,

> “অতীতে যারা সরকারে ছিল তারা ভিন্নধর্মাবলম্বীদের অধিকার লুণ্ঠন করেছে, সংখ্যালঘু বানিয়ে রেখেছিল। কিন্তু জামায়াতে ইসলামী সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নীতিতে বিশ্বাসী নয়। রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিক সমান।”

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, ইসলামী রাষ্ট্রের মূল শিক্ষা হলো কারও অধিকার নষ্ট না করা। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা। “আমরা ক্ষমতায় গেলে ভিন্নধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ,” যোগ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও অধিকার পুরোপুরি নিশ্চিত হয়নি। “ধর্মীয় উৎসবের সময় এখনো উপাসনালয় পাহারা দিতে হয়, মন্দির ও মূর্তি পাহারা দিতে হয়,” উল্লেখ করে তিনি বলেন, মানুষের তৈরি মতবাদে মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় না।

পবিত্র কুরআনের নির্দেশনার উদাহরণ টেনে বুলবুল বলেন, সূরা বাকারাহর ২৫৬ নং আয়াতে বলা হয়েছে ‘ধর্মের ব্যাপারে বাড়াবাড়ির সুযোগ নেই’, আর সূরা নিসার ২৯ নং আয়াতে বলা হয়েছে ‘একে অপরের সম্পদ গ্রাস করো না’। “এই দুটি আয়াতই প্রমাণ করে ইসলাম ভিন্নধর্মাবলম্বীদের অধিকারের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছে,” বলেন তিনি।

নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করেন, “যারা ভিন্নধর্মাবলম্বীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, তারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিপক্ষে অবস্থান নিয়ে তাদের মাঝে ভয়ভীতি সৃষ্টি করেছে।”

তিনি বলেন, ৫ আগস্টের পর জামায়াতে ইসলামী যখন দলীয় কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনার সুযোগ পেয়েছে তখন দেশে-বিদেশে সব ধর্মের মানুষ বুঝতে পেরেছে, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ভিন্নধর্মাবলম্বীদের অধিকার লুণ্ঠন হবে না বরং অধিকার প্রতিষ্ঠা হবে।

> “দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে মানুষ জামায়াতে ইসলামীর প্রতি আস্থা ও সমর্থন বাড়াতে থাকে। এতে একটি দলের ঘুম হারাম হয়ে গেছে। যার কারণে তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে কোনো অপপ্রচারে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থেমে যাবে না,” যোগ করেন তিনি।

সবশেষে নূরুল ইসলাম বুলবুল নির্ভয়ে সব ধর্মের মানুষকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে “নতুন বাংলাদেশ” গড়তে এগিয়ে আসার আহ্বান জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৬ সংসদীয় আসন কমিটির নির্বাচন পরিচালক কামরুল আহসান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান।

সভায় বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারী এবং ভিন্নধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন