
HindusNews–এ প্রকাশের পর নীলফামারীর ডিমলায় ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের বাসিন্দা মো. আনোয়ার হোসেন (জীবন)–এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সনাতন ধর্ম ও দেবদেবী নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে এবং বিষয়টি HindusNews–এ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের নজরে আসে।
ডিমলা থানার ওসি (নাম) বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও নাগরিক সমাজের নেতারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মন্তব্য ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানতে পারে। তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানান এবং ভবিষ্যতে যেন কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কর্মকাণ্ড না করতে পারে, সে জন্য নজরদারি বাড়ানোর দাবি জানান।
এদিকে ডিমলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।