
পুজোর আগমুহূর্তে মাগুরায় সার্বজনীন হাজরা তলা মন্দিরের টাইলসে শিবের ছবি ভাঙচুর!
মাগুরা প্রতিনিধি:
পুজোর ঠিক আগ মুহূর্তে মাগুরার কুচিয়ামোড়া ইউনিয়নের বরইচারা পোস্ট অফিস এলাকার আসবা গ্রামের সার্বজনীন হাজরা তলা মন্দিরের টাইলসে শিবের ছবি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা মন্দিরের টাইলসের ওপর স্থাপিত শিবের মূর্তিটি ভেঙে ফেলে। হঠাৎ শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।
ঘটনার পরপরই মন্দিরে উপস্থিত ভক্ত ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুজোর সময় এমন ন্যাক্কারজনক ঘটনা নিয়ে তারা প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
খবর পেয়ে রাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।
ইতিমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে এবং প্রশাসন ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, এই ধরনের ঘটনা ধর্মীয় সম্প্রীতিকে আঘাত করছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।