
ইতালিতে ৩ খণ্ডে উদ্ধার মাদারীপুরের সাগর বালা অভির মরদেহ!
সাগর কর্মকার,মাদারীপুর প্রতিনিধি:
ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের যুবক সাগর বালা অভি (২২)-এর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
নিহত অভির মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছালে তার পরিবার ও গ্রামের মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পরিবারের পক্ষ থেকে জানা যায়, প্রায় আড়াই বছর আগে ধারদেনা করে লিবিয়া হয়ে সমুদ্রপথে ইতালিতে যান সাগর বালা অভি। সেখানে তিনি একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে পুলিশ তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
নিহতের মামাতো ভাই শুভ বালা ও ভাতিজা মিঠুন তালুকদার ইতালি থেকে মৃত্যুর খবর নিশ্চিত করেন। খবর ছড়িয়ে পড়লে নিহতের গ্রামের বাড়িতে ভিড় করেন প্রতিবেশী ও আত্মীয়স্বজন।
নিহত অভির বাবা, কৃষক কুমোদ বালা, কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, “আমার একমাত্র ছেলেকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তাঁর ব্যবহৃত বৈদ্যুতিক বাইসাইকেলও উদ্ধার করেছে পুলিশ। আমি চাই, আমার ছেলের হত্যার বিচার হোক।”
ইতালির পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, “ঘটনার বিষয়টি জেনেছি। ভুক্তভোগী পরিবার যদি অভিযোগ দায়ের করে, পুলিশ তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।”
স্থানীয় ও পরিবারবর্গের মাঝে শোকের ছায়া নেমে আসা এই ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চলছে, এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।