
বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, আহত স্ত্রী-মেয়ে
নিজস্ব প্রতিবেদক :
বগুড়া, ২৬ সেপ্টেম্বর ২০২৫: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিন সদস্যসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন স্ত্রী ও একটি কন্যা সন্তান।
এই দুর্ঘটনায় নিহত হয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার পাঁচ বছর বয়সী ছেলে বিপ্লব চন্দ্র দাস, এবং অটোরিকশার চালক শুকুর আলী (৪০) শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন বিপুলের স্ত্রী মমতা রানী এবং মেয়ে রূপা মনি দাস।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনা ঘটে ২৬ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৭টার দিকে, যখন দুর্গাপূজার ছুটিতে ঢাকা থেকে বগুড়া আসা বিপুল চন্দ্র দাস তার পরিবার নিয়ে নারচী গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে তারা সিএনজি অটোরিকশায় চড়ে ফুলবাড়ি কাঠালতলা এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশার ভয়াবহ সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রভাবেই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে বিপুল চন্দ্র দাস, তার ছেলে এবং অটোরিকশার চালক শুকুর আলীর মৃত্যু ঘটে তাৎক্ষণিকভাবে। আহত মমতা রানী ও রূপা মনি দাসকে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার দৃশ্য দেখলে যে কোনো মানুষ স্তম্ভিত হয়ে যাবে। “এভাবে একটি পরিবারে দুর্গাপূজার আনন্দ আসার আগেই এত বড় ক্ষতি মানা যায় না। সব আশা এক মুহূর্তে শেষ হয়ে গেল,” স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন।