

শান্তিগঞ্জে ট্রাক–সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত!
HindusNews ডেস্ক :
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট–সুনামগঞ্জ সড়কের নবীনগর এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয় (৪০) এবং তার মেয়ে প্রথমা চৌধুরী, তিনি সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নজীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। এছাড়া নিহত হয়েছেন সিএনজি চালক সজল ঘোষ (৫০), যিনি সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার তীব্র সংঘর্ষের পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান, কিন্তু নিহতদের আর বাঁচানো সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি সপ্তাহেই এই সড়কে দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা ও পর্যাপ্ত তদারকির অভাবকেই তারা দায়ী করছেন। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।