
ঢাকার আবাসিক হোটেল থেকে ব্যবসায়ী কামিনী কান্ত রায়ের মরদেহ উদ্ধার!
নিজস্ব প্রতিবেদক :
রাজধানী ঢাকার মহাখালী তিতুমীর কলেজের বিপরীতে অবস্থিত একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ব্যবসায়ী কামিনী কান্ত রায় (৬১)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত কামিনী কান্ত রায় রংপুর জেলা সদরের দেবেন্দ্র নাথ রায়ের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াছিন হিন্দুসনিউজকে জানান, বুধবার দুপুরে কামিনী কান্ত রায় ব্যবসায়িক কাজে রংপুর থেকে ঢাকায় আসেন এবং ওই হোটেলের তিনতলার একটি কক্ষে ওঠেন।
এসআই ইয়াছিন আরও বলেন, “খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।”
ঘটনাস্থলে উপস্থিত এক হোটেল কর্মী জানান, “বুধবার সকালেই তিনি ঢাকায় এসে হোটেলে ওঠেন। দুপুরের দিকে দীর্ঘ সময় দরজা না খোলায় আমরা সন্দেহ করি। পরে পুলিশকে জানাই।”
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।