
কুড়িগ্রামে হিন্দু দুই বোনের ইসলাম ধর্ম গ্রহণ: বাবার অভিযোগে তোলপাড়, যা বলছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক :
কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন ফেডারেশন বাজারের পান্থাপাড়া গ্রামে দুই হিন্দু সহোদর বোনের ইসলাম ধর্ম গ্রহণকে ঘিরে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। নিখোঁজ হওয়ার তিন দিন পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিজেরাই ধর্মান্তরিত হওয়ার খবর প্রকাশ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বড় মেয়ে স্নিগ্ধা রানী (২৪) এবং ছোট বোন পূর্ণিমা রানী (১৮) গত ১৬ সেপ্টেম্বর সকালে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তারা আর বাড়ি ফেরেননি। ওইদিনই তাদের বাবা রাজারহাট থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
পরে গত সপ্তাহে স্নিগ্ধা রানী নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে জানান, তারা দুই বোন স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এখন নিরাপদ স্থানে আছেন।
তবে মঙ্গলবার সকালে তাদের বাবা দাবি করেন, মেয়েরা নাগেশ্বরী থানার ফেরদৌস হুজুরের বাড়িতে অবস্থান করছেন। এই তথ্য পাওয়ার পর রাজারহাট থানা পুলিশ নারী সদস্যদের নিয়ে ওই বাড়িতে অভিযান চালালেও দুই বোনকে সেখান থেকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) জানান, “বর্তমানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা ঘটনার সত্যতা যাচাই ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”
স্থানীয়দের অনেকে এ ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করেন, ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত তথ্য বের করতে হবে।