দুর্গাপূজা উদযাপনে শঙ্কা বাড়ছে : হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

2 week ago
VIEWS: 139

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে পূজার্থীদের মধ্যে শঙ্কা ও উদ্বেগ ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি বলেছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে—প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ—পূজার নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হলেও সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে পূজার্থীরা আশান্বিত হতে পারছেন না; বরং তারা আরও উদ্বেগে রয়েছেন।

শুক্রবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে অন্তত ৯টি পূজামণ্ডপ ও মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২ সেপ্টেম্বর গাইবান্ধার সাদুল্লাপুরের হামিন্দপুরে রাতের আঁধারে দুর্গাপূজার প্রতিমায় দুর্বৃত্তরা আগুন দেয়। ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর উপজেলার আয়মা ঝলই মহারানী বাঁধ এলাকার কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়। ঘটনার পর পুলিশ একজনকে আটক করে জানায়, তিনি মানসিক ভারসাম্যহীন, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সংখ্যালঘুদের অভিযোগ, প্রতিবারই অপরাধীদের আড়াল করতে একই কৌশল ব্যবহার করা হয়।

এদিকে ১৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ পালপাড়ার রক্ষাকালী মন্দিরে রাতে কার্তিক ও সরস্বতীর প্রতিমার মাথা, হাতসহ হাঁস ও ময়ূরের কিছু অংশ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ১৬ সেপ্টেম্বর নেত্রকোনার সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ি পূজামণ্ডপে রাতে দুইটি প্রতিমা ভাঙচুর হয়েছে। ১৭ সেপ্টেম্বর গাজীপুর নগরের কাশিমপুর শ্মশান মন্দিরে প্রস্তুতের সময় পাঁচ থেকে ছয়টি প্রতিমা ভাঙচুর হয়েছে।

অন্যদিকে ২১ সেপ্টেম্বর গভীর রাতে জামালপুরের সরিষাবাড়ীর তাড়িয়াপাড়া এলাকায় একটি পূজা মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর করেছে সাম্প্রদায়িক দুষ্কৃতকারীরা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত হাবিবুর রহমান (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। একই দিন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজারনগর ইউনিয়নের মধুপুর শ্রীশ্রী রক্ষাকালী ও দুর্গা মন্দিরের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২৩ সেপ্টেম্বর ভোরে ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি গ্রামের হরিতলা সার্বজনীন পূজা মন্দিরে ছয়টি প্রতিমা ভাঙচুর করেছে মনজের বিশ্বাস (৫০) নামক এক দুষ্কৃতকারী। একই দিন ভোরে সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া চট্টগ্রাম, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জসহ কিছু জেলায়ও পূজাকেন্দ্রিক গোলযোগের সংবাদ পাওয়া যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, এসব ঘটনায় পূজার্থীদের মধ্যে ভয় ও শঙ্কা উদ্বেগজনকভাবে বেড়েছে। তারা আশঙ্কা করছেন, আসন্ন দুর্গোৎসব চলাকালীন দিনগুলোতে আরও সহিংস ঘটনা ঘটতে পারে। তাই পূজার প্রাক্কালে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটি উৎসব চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন