শারদীয় দুর্গাপূজায় নতুন রূপে সাজছে বান্দরবান, ৩২টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

2 week ago
VIEWS: 151

অর্পণ কর্মকার, বান্দরবান জেলা প্রতিনিধি, HindusNews :

শরৎ এসেছে শারদীয় উৎসবের আনন্দবার্তা নিয়ে। সনাতন ধর্মাবলম্বীদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব দুর্গাপূজা ঘনিয়ে আসায় দেবী দুর্গাকে বরণ ও আরাধনার জন্য বান্দরবানে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। মায়ের আগমনে মাতৃভক্ত সন্তানদের হৃদয়ে বইছে আনন্দের ধারা। সারা দেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও দুর্গাপূজাকে কেন্দ্র করে উৎসবের আবহ তৈরি হয়েছে। জেলার ৩২টি পূজা মণ্ডপে চলছে প্রতিমা তৈরি, মণ্ডপ নির্মাণ এবং সাজসজ্জার কাজ। এর মধ্যে শুধু জেলা সদরেই রয়েছে ১১টি মণ্ডপ, যেখানে ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠার অপেক্ষায় আছে প্রতিটি মণ্ডপ।

বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের রাজার মাঠে তৈরি হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় ও বর্ণাঢ্য পূজা মণ্ডপ। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দুর্গাদেবী ছাড়াও বিভিন্ন দেব-দেবীর নজরকাড়া প্রতিমা তৈরি করা হচ্ছে এখানে। কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাজসজ্জাকারী সম্পাদক অমল দাশ টিটু জানান, প্রতি বছরের মতো এবারও বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, পূজায় আগত দর্শনার্থী ও ভক্তরা বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা মণ্ডপ দেখে অভিভূত হবেন।

বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর বলেন, এবারে জেলার ৩২টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বিজয়া দশমীর দিন পূজা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের সফল সমাপ্তি ঘটবে।

পূজা যাতে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদযাপিত হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। বান্দরবানের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার HindusNews–এর বান্দরবান প্রতিনিধিকে জানান, জেলার সাতটি উপজেলাতেই দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পূজা মণ্ডপে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করছে। তিনি আরও জানান, পূজাকে কেন্দ্র করে কেউ যাতে গুজব ছড়াতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং যেকোনো আইনশৃঙ্খলার বিষয়ে দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানান।

কেন্দ্রীয় পূজামণ্ডপকে সুন্দরভাবে উপস্থাপন করতে কমিটির সকল সদস্য দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন এবং প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করছে বলে সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর নিশ্চিত করেছেন। রঙিন আলোকসজ্জা, প্রতিমা স্থাপন এবং নানান সাজসজ্জার মধ্য দিয়ে বান্দরবানের মণ্ডপগুলো এখন যেন নতুন রূপে সেজে উঠেছে। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে বান্দরবানের মানুষের প্রাণে নতুন উৎসবের স্রোত বইছে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন