
বোধনে আজ দেবীর নিদ্রা ভাঙার বন্দনা, কাল মহাষষ্ঠী
HindusNews ডেস্ক :
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে বোধনের মধ্য দিয়ে। আজ শনিবার পঞ্চমীর সায়ংকালে তথা সন্ধ্যায় রাজধানীসহ সারাদেশের মন্দির ও মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দেবী দুর্গার বোধন-পূজা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গাকে জাগিয়ে তোলার জন্য এই বোধন বন্দনা করা হয়। এর মধ্য দিয়েই শুরু হয় পূজার মূল আচারপর্ব।
বোধন দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ আচার। শব্দটির অর্থ জাগরণ বা চৈতন্যলাভ। শরৎকালে অনুষ্ঠিত দুর্গাপূজায় বেলশাখায় বোধন করার বিধান রয়েছে। শাস্ত্র মতে ভগবান রামচন্দ্র রাবণবধের আগে শরৎকালে অকালে এই পূজা করেছিলেন বলেই এটি “অকালবোধন” নামেও পরিচিত। তবে চৈত্র মাসের বাসন্তীপূজায় বোধন নেই।
আগামীকাল রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের শারদীয় দুর্গোৎসব। সেদিনই ষষ্ঠীবিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হবে। এরপর সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী ও কুমারীপূজা, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এ উৎসব।
সনাতন বিশ্বাস ও পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবী দুর্গা গজে (হাতি) চড়ে স্বর্গ থেকে মর্ত্যে আসবেন। আগমন গজে হলে বসুন্ধরা শস্যপূর্ণা হয় বলে ধারণা রয়েছে। তবে দেবী বিদায় নেবেন দোলায় (পালকি) চড়ে, যার ফল হিসেবে রোগবালাই ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বাড়বে বলে বিশ্বাস।
এদিকে শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সংবাদ সম্মেলন করে এবারের দুর্গাপূজার সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে। তারা জানিয়েছেন, মণ্ডপে মণ্ডপে এখন সাজসজ্জা আর প্রস্তুতির শেষ সময় চলছে। পূজা উদযাপনের পরিবেশ শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়।
দেশজুড়ে ইতোমধ্যেই পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজারীদের আশা—সবাইয়ের সহায়তায় এবারের শারদীয় দুর্গোৎসব হবে উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ।