
পতিত ফ্যাসিবাদ দূর্গাপুজায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে: শামা ওবায়েদ
নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর :
পতিত ফ্যাসিবাদ দূর্গাপুজায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করা হতে পারে। তাই সবাইকে সজাগ থাকতে হবে এবং সুসংগঠিত থেকে যে কোনো অপচেষ্টার দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ফরিদপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “দুর্গাপূজার মতো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে যেন কোনো ষড়যন্ত্র সফল না হয়, সে জন্য আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। প্রতিটি পূজা মণ্ডপে কমিটি গঠন করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
সভায় ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কুমার করের সভাপতিত্বে নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল আলম মুকুলসহ স্থানীয় পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শামা ওবায়েদ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য আমাদের আরও দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। পূজা উদযাপনকে সফল করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”
সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।