
হিন্দু সেজে মেলায় চুরি করতে গিয়ে আটক মুসলিম নারী
HindusNews ডেস্ক :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর বাড়ীর বার্ষিক মেলায় শুক্রবার বিকেলে এক মুসলিম নারীকে হাতে–নাতে চুরি করতে গিয়ে স্থানীয়রা আটক করেছেন।
মন্দির সূত্রে জানা যায়, ওই নারী শাঁখা ও সিঁদুর পরে হিন্দু নারীর বেশে পূর্ণার্থীদের ভিড়ে মিশে যান। এ সময় এক ভক্তের গলা থেকে স্বর্ণের চেইন টেনে নেওয়ার চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে ধরে ফেলেন। পরে গ্রাম পুলিশ হিমাংশু দাশ জনতার হাত থেকে তাকে উদ্ধার করে মন্দিরের একটি কক্ষে আটকে রাখেন।
আটক নারীর নাম রিনা বেগম বলে জানা গেছে।
মন্দির কমিটির দায়িত্বপ্রাপ্ত মাস্টার শ্যামল মজুমদার বলেন, “মেলায় ভিড়ের সুযোগ নিয়ে ওই নারী সিঁদুর পরা ও হাতে শাঁখা পরে পূর্ণার্থীদের মধ্যে মিশে যান। চেইন টানার সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে ধরে ফেলেন।”
ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিনা বেগমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, “কালাচাঁদ ঠাকুর বাড়ির মেলায় শাঁখা-সিঁদুর পরে চুরি করতে গিয়ে এক নারীকে জনতা আটক করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
মন্দির কমিটি এবং স্থানীয়রা বলেন, দুর্গাপূজার সময়ে এই ধরনের প্রতারণামূলক কাজ ভক্তদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তারা মেলার নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।