
ভারতে নামাজের সময় পূজার মাইক বন্ধ করতে বললেন মুসলিম বিধায়ক! ক্ষমা না চাইলে বিধায়কের বাড়ির সামনে চন্ডিপাঠের হুমকি
HindusNews ডেস্ক :
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার আমডাঙায় তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়ক রফিকুর রহমানের একটি মন্তব্যকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি তিনি স্থানীয় এক অনুষ্ঠানে বলেন, “যেখানে হিন্দু-মুসলিম মিশ্র এলাকা রয়েছে এবং পূজা মণ্ডপের পাশে মসজিদ আছে, সেখানে পাঁচ ওয়াক্ত নামাজের সময় ১০-১৫ মিনিটের জন্য দুর্গাপূজার মাইক বন্ধ রাখা হোক।”
এই বক্তব্য তিনি দেন আমডাঙার ১২২টি দুর্গাপূজা মণ্ডপের কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে। বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক ও সামাজিক মহলে উত্তপ্ত প্রতিক্রিয়া দেখা দেয়।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় হিন্দু সুরক্ষা সমিতি। সংগঠনের সভাপতি অভিজিৎ চন্দ্র দাস ফেসবুকে একটি পোস্টে জানান, তিনি বহুবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও বিধায়ক রফিকুর রহমানের সঙ্গে কথা বলতে পারেননি। তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন, “এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, নইলে আমরা তাঁর বাড়ির সামনে মাইক বসিয়ে চন্ডিপাঠ করব।”
বিধায়কের মন্তব্য এবং হিন্দু সুরক্ষা সমিতির এই হুঁশিয়ারিতে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। রাজনৈতিক মহলে চলছে পাল্টাপাল্টি আলোচনা। প্রশাসনও পরিস্থিতির দিকে নজর রাখছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, উৎসবের সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন হলেও, কোনো একতরফা নির্দেশ বা মন্তব্য মানুষের মনে আঘাত দিতে পারে। অন্যদিকে, বিধায়কের সমর্থকরা বলছেন, এটি কেবল সাময়িক শান্তি ও শৃঙ্খলা রক্ষার অনুরোধ ছিল।
বর্তমানে হিন্দু সুরক্ষা সমিতির ঘোষণার পর প্রশাসন বাড়তি সতর্কতা নিয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় পর্যায়ে বৈঠকেরও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।