

রাউজানে অগ্নিদগ্ধ ১৩ পরিবারকে অদ্বৈত-অচ্যুত মিশনের নগদ অর্থ, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ
অর্পণ কর্মকার, বান্দরবান জেলা প্রতিনিধি :
আর্তমানবতার সেবায় আবারও এক অনন্য নজির স্থাপন করল অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ। গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন পশ্চিম গোজারা, ১২নং উরকিচর ইউনিয়নের ২নং ওয়ার্ড কেরানীহাট রঘুনাথ মন্দির প্রাঙ্গণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও গৃহস্থালি সামগ্রী বিতরণ করা হয়।
শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজের নির্দেশনায় এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। তিনি একই সাথে তুলসীধাম ও অদ্বৈত-অচ্যুতধাম চট্টগ্রামের মোহন্ত মহারাজ, বাঁশখালীর ঋষিধামের অধিপতি এবং বাণীগ্রামের জগন্নাথধামের সেবায়েত।
মিশনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুধু নগদ অর্থই নয়; তাঁদের দৈনন্দিন জীবনের প্রাথমিক চাহিদা মেটাতে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীও দেওয়া হয়েছে। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল হাড়ি-পাতিলসহ গৃহস্থালি সামগ্রী, চাল-ডালসহ খাদ্যপণ্য ও গুরুপরম্পরার ছবি।
অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে মিশনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সহযোগিতার সামগ্রী তুলে দেন। এ সময় অদ্বৈত-অচ্যুত মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং এই মহতী কার্যক্রমে যারা আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অদ্বৈত-অচ্যুত মিশনের এই পদক্ষেপ স্থানীয়দের মধ্যে গভীর প্রশংসা কুড়িয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মিশনের এই সহায়তাকে কেবল আর্থিক নয়, মানসিক সহায়তা হিসেবেও দেখছেন।