
নরেন্দ্র মোদির বক্তব্যকে ঘিরে বিতর্ক: ‘ঈশ্বর আমাকে নির্দেশ দেন’
HindusNews ডেস্ক :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাম্প্রতিক এক বক্তব্যে বলেছেন, ঈশ্বর তাঁকে বিভিন্ন কাজ করার জন্য নির্দেশ দেন। মোদির এই মন্তব্য নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে—বিশেষ করে দেশটির রাজনৈতিক অঙ্গনে ধর্মের ব্যবহার প্রসঙ্গে।
মোদির কথায়,
“ঈশ্বর আমাকে বিভিন্ন কাজ করার জন্য নির্দেশ দেন। ঈশ্বর কখনো তাঁর আসল লক্ষ্যের কথা প্রকাশ্যে বলেন না। আমি কী করি, তা দেখেন আগে। এর পরে কী করতে হবে, তা জানতে আমিও সরাসরি ভগবানের সঙ্গে যোগাযোগ করতে পারি না।”
প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে সমর্থক ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমর্থকরা একে মোদির “আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি” বলে প্রশংসা করছেন, অন্যদিকে বিরোধীরা বলছেন, নির্বাচনের রাজনীতিতে ধর্মের ব্যবহার বাড়ানোর ইঙ্গিত এটি।
ভারতের রাজনৈতিক ইতিহাসে নেতাদের ধর্মীয় আবহে উপস্থাপন করা নতুন কিছু নয়। তবে সমালোচকদের মতে, দেশের বহুত্ববাদী কাঠামোয় এমন বক্তব্য ভোটের আগে বিশেষ প্রভাব ফেলতে পারে।
প্রসঙ্গত, মোদি সরকার এর আগে বিভিন্ন সময়ে গরু সংরক্ষণ, রাম মন্দির, কাশী-করিডর প্রভৃতি প্রকল্পকে গুরুত্ব দিয়েছে, যেগুলো হিন্দু ধর্মীয় আবেগের সঙ্গে সম্পর্কিত। এই কারণে তাঁর বক্তব্যে “ঈশ্বরের নির্দেশ” প্রসঙ্গটি অনেকেই রাজনৈতিকভাবে ব্যাখ্যা করছেন।