
এবারও ১৩ জেলায় শারদ উপহার পৌঁছে দিলো ‘সনাতন বন্ধুরা’
স্টাফ রিপোর্টার | HindusNews
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত হিন্দু সম্প্রদায়ের মানুষের মুখে আবারও হাসি ফুটিয়েছে ‘সনাতন বন্ধুরা সনাতন মানুষের পাশে’ নামের ভার্চুয়াল সংগঠন। নিজেদের অর্থায়নে দেশের ১৩টি জেলায় ঘুরে তারা পূজার উপহার হিসেবে নতুন বস্ত্র বিতরণ করেছে।
সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির মুখপাত্র রাজীব মজুমদার জানান, গত ২০ জুলাই থেকে ফান্ড সংগ্রহের কাজ শুরু হয়। পরে ১ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, ফেনী, রংপুর, কক্সবাজার, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, সন্দীপ, নড়াইল, ঢাকা, ঝিনাইদহ ও মুন্সিগঞ্জের সদরসহ বিভিন্ন জেলা ও উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে মোট ৬৬০ জনের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
রাজীব মজুমদার বলেন, “কারও একার পক্ষে হয়তো ১০ জনকে সহযোগিতা করা সম্ভব। কিন্তু সম্মিলিতভাবে এর পরিধি হাজার ছাড়িয়ে যেতে পারে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। সমাজের মানুষ এগিয়ে এলো, কোনো উৎসবই দেশের মানুষের নিরানন্দ কাটবে না।”
সংগঠনের সদস্য শুভাশীষ চৌধুরী, অমিত ভূঁইয়া, কল্যাণ সরকার, জীবন দাশ, সজল সাহা, শুশাংকর, সুদীপ এবং প্রশান্ত ভৌমিক জানান, বন্ধুদের মাধ্যমে বিভিন্ন রিমোট এলাকার খোঁজ নিয়ে তালিকা তৈরি করা হয়। এই কর্মসূচি বাস্তবায়ন করতে তারা প্রায় তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছেন। চা বাগান, সুন্দরবনের পাশের অবহেলিত গ্রাম, নদীর চর—এসব জায়গা ঘুরে মানুষের কথা শুনেছেন এবং তাদের হাতে সামান্য ভালোবাসা তুলে দিয়েছেন।
অন্য সদস্য পলাশ পাল, সঞ্জয় সাহা, শ্রাবণী সাহা ও শীবেন রয় বলেন, নিজের অর্থায়নে যতটুকু সম্ভব মানুষের কাছে ভালোবাসা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তারা। ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর আশাবাদও ব্যক্ত করেন।
সজীব দাস, তুহিন, নোটন, শ্যামলী, ডালিমসহ আরও অনেকে বলেন, সমাজের মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির ব্রত। কয়েক বছর ধরে এই উদ্যোগ অব্যাহত আছে, ভবিষ্যতেও তা চলবে।
শেষে গ্রুপ অ্যাডমিন রাজীব মজুমদার দেশের বিভিন্ন জায়গায় থাকা সদস্যদের—নিতীশ, দিপ্তী, পুস্পেল, অসিত সাধু, সজীব, শীলা, জুনি, মৃত্যঞ্জয়, ইলা, বাসুদেব, অলক, মলি, লিপি, ডালিয়া, ধীমান, বিপ্লব, শিল্পী, পূর্ণ, দেববত্র, দিপা, সুবর্ণা, প্রবাসী সোহাগ, অঞ্জন, চম্পা, অজিত, শিমুল, তুষার, অমিত, সমীর, জেমস, সুমন, রনি, হৃদয়, মিলন, অপর্ণা, রঞ্জনসহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং আগামীতে সবার সহযোগিতা কামনা করেন।