
ফ্যাসিবাদের চেয়ে সাম্প্রদায়িক শক্তি বেশি ভয়ংকর: গয়েশ্বর চন্দ্র রায়
HindusNews, ঢাকা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সম্প্রতি ‘স্ট্রেইট কাট’ অনুষ্ঠানে মন্তব্য করে বলেন, “ফ্যাসিবাদের চেয়ে সাম্প্রদায়িক শক্তি দেশের জন্য অনেক বেশি হুমকিস্বরূপ। সাম্প্রদায়িক শক্তি যদি মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে আমাদের দেশ, সমাজ এবং নারী সমাজ নিরাপদ থাকবে না। এমনকি দেশের সার্বভৌমত্বও ঝুঁকির মধ্যে পড়বে।”
গয়েশ্বর রায় জামায়াত-শিবিরের রাজনীতিকে বহুরুপী উল্লেখ করে বলেন, “জামায়াত-শিবির যখন যেখানে রূপ ধারণ করার দরকার, সেই রূপ ধারণ করতে পারে। তারা ছাত্রলীগের পদ নিয়েও শিবির করে। এর ফলে দেশের বিভিন্ন সেক্টর তাদের নিয়ন্ত্রণে থাকে এবং সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটে।”
তিনি আরও বলেন, “বিএনপি যখন ডাকসু নির্বাচন করেছে, তখন আমাদের ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের মাঠে দীর্ঘ ১৭ বছর কার্যকরভাবে যেতে পারেনি। তবু বিএনপি স্বনামে দাঁড়িয়ে জয় পেয়েছে। এটি প্রমাণ করে যে আমাদের রাজনৈতিক শক্তি এখনও গ্রহণযোগ্য।”
গয়েশ্বর নারীর ক্ষমতায়নের বিষয়ে বলেন, “জামায়াতের রাজনীতি নারীদের স্বাধীনতা ও প্রতিভার বিকাশ বাধাগ্রস্ত করে। কিন্তু আজ বাংলাদেশের নারী সমাজ শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের চেয়ে বেশি সক্রিয়। যে নারী ধর্মের প্রয়োজনে রোজা রাখে, রান্না ও ইফতার তৈরি করে, তাকে নানা অধিকার থেকে বঞ্চিত করা যায় না।”
বিএনপি নেতা জামায়াত-শিবিরের রাজনীতি এবং ক্ষমতার বিষয়ে সতর্ক করে বলেন, “যে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়, তা সমস্যা সমাধান করে না। রাজনৈতিক দল শক্তি সঞ্চয় করে জনগণের ইচ্ছায় এগিয়ে আসে। জামায়াতকে নিষিদ্ধ করা হয়নি, অথচ তারা আজও দাপটে রয়েছে। সরকারি প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ পদগুলোতে তারা প্রভাব রাখে। এটি দেশের জন্য বিপজ্জনক।”
গয়েশ্বর রায় উল্লেখ করেন, “সাম্প্রদায়িক শক্তি দেশের সকল ক্ষেত্রে মাথাচাড়া দিয়ে ওঠলে দেশের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং নারীর অধিকার বিপন্ন হবে। তাই ফ্যাসিবাদ নয়, সাম্প্রদায়িক শক্তিই সবচেয়ে বড় হুমকি।”