
বাবা-ছেলের কথা-কাটাকাটির পর দুঃখের চরম পরিণতি: কেউ বেঁচে নেই
স্টাফ রিপোর্টার, HindusNews, কুষ্টিয়া
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুড়িয়া গ্রামে ঘটে গেছে হৃদয়বিদারক ঘটনা। বাবা-ছেলের মধ্যকার কথাকাটাকাটির পর শম্ভু চরণ বিশ্বাস (৭২) এবং তার ছেলে বিজয় কুমার বিশ্বাসের মৃত্যু হয়েছে। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনা জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে শম্ভু চরণ বিশ্বাস পূজা উপলক্ষে বাড়ির একটি ছাগল স্থানীয় বাঁশগ্রাম বাজারে বিক্রি করেন। রাত সাড়ে নয়টার দিকে বিজয় তার বাবার কাছে ছাগল বিক্রির অর্ধেক টাকা দাবি করেন। টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে বাগ-বিতণ্ডা হয়।
একপর্যায়ে উত্তেজনায় বাবা শম্ভু চরণ অসুস্থ হয়ে পড়েন এবং রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। বাবার মৃত্যুর মাত্র কিছুক্ষণ পর বাড়ির পেছনে একটি গাছের ডালে গলায় রশি পেঁচানো অবস্থায় বিজয় কুমার বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবা-মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বিজয় আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, “বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা মৃত্যু কারণ উদঘাটনের জন্য তদন্ত চালাচ্ছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবার মৃত্যুর শোকেই ছেলে আত্মহত্যা করেছেন।”