
শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে বান্দরবানে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ
অর্পন কর্মকার,বান্দরবান জেলা প্রতিনিধি :
আসন্ন শারদীয়া দুর্গোৎসবের আনন্দ ভাগ করে নিতে বান্দরবানে দুস্থ ও অসহায় সনাতনী সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, বান্দরবান জেলা শাখার উদ্যোগে শহরের একটি আবাসিক হোটেলের হলরুমে এই মহৎ কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ৪০০ পরিবারের হাতে শাড়ী ও লুঙ্গি তুলে দেওয়া হয়। জেলা শাখার সভাপতি রাজু কর্মকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক ম্যামাচিং।
এছাড়া অনুষ্ঠানে বিএনপি-এর বান্দরবান জেলা যুগ্ম আহ্বায়ক লুসাই মং, জসিম উদ্দিন তুষার, রিটল কান্তি বিশ্বাসসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতনী নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেন, এই বস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে অসহায় ও দুস্থ পরিবারগুলো উৎসবের আনন্দ পূর্ণমাত্রায় উপভোগ করতে পারবে এবং সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।