
চাঁদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন
HindusNews ডেস্ক :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর জেলার বিভিন্ন পূজা মণ্ডপে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পর্যবেক্ষণে সচেষ্ট হয়েছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
পুলিশ সুপার মহোদয় এই পরিদর্শনে শাহরাস্তি থানাধীন মেহের কালীবাড়ী মন্দির এবং হাজীগঞ্জ থানাধীন শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির পরিদর্শন করেন। তিনি মণ্ডপগুলোতে স্থাপিত সিসিটিভি ক্যামেরা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এসময় চাঁদপুর জেলার বিভিন্ন থানা ও সার্কেল থেকে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জনাব আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), অফিসার ইনচার্জ, শাহরাস্তি থানা ও হাজীগঞ্জ থানা, এবং স্থানীয় পূজা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ।
পুলিশ সুপার মহোদয় পরিদর্শনের সময় মন্দির কমিটির নেতৃবৃন্দকে সতর্ক করেন যাতে দুর্গাপূজার দিনগুলোতে সাধারণ মানুষ নিরাপদে পূজা উদযাপন করতে পারে। এছাড়া মণ্ডপে কোনো ধরনের অশান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন।