
চাঁদপুরে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন: শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা পর্যালোচনা
HindusNews ডেস্ক :
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এসময় তিনি শাহরাস্তি থানাধীন মেহের কালীবাড়ী ও হাজীগঞ্জ থানাধীন শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে স্থাপিত সিসিটিভি ক্যামেরা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জনাব আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর, শাহরাস্তি ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং পূজা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব HindusNews কে বলেন, “দুর্গাপূজার আনন্দ ও শান্তি বজায় রাখতে প্রশাসন সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনগণকে উৎসব উপভোগ করতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সুযোগ দেওয়া হবে না।”
চাঁদপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় প্রশাসন ও পূজা কমিটি একযোগে কাজ করে উৎসবকে নিরাপদ ও শান্তিপূর্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।