

চট্টগ্রামে ২৬৯টি পূজা মণ্ডপে চসিকের আর্থিক সহায়তা প্রদান
তন্ময় মালাকার, চট্টগ্রাম প্রতিনিধি :
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরীর ২৬৯টি পূজা মণ্ডপের প্রতিটি মণ্ডপ কমিটির প্রতিনিধির হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে দিনটি বসানো যাবে) নগরীর (স্থান বা হলের নাম) আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়। এসময় মেয়র বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি এখন চট্টগ্রামের সার্বজনীন উৎসব। নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে যেন নির্বিঘ্নে পূজা অনুষ্ঠিত হয়, তার জন্য সিটি করপোরেশন সর্বোচ্চ সহযোগিতা করবে।”
অনুষ্ঠানে চসিকের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তা এবং মহানগর পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আর্থিক সহায়তা ছাড়াও সিটি করপোরেশনের পক্ষ থেকে পূজা মণ্ডপগুলোতে প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, আলো ও পানির ব্যবস্থা নিশ্চিত করার কথা জানানো হয়।
মেয়র আরও বলেন, পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও জনসেবার মান বজায় রাখতে প্রশাসনের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে চসিক কাজ করবে। তিনি সব ধর্মের মানুষের প্রতি শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে পূজা মণ্ডপের প্রতিনিধিরা আর্থিক সহায়তা পেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন ও মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পূজার পরিবেশ নিশ্চিত করতে সকলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।