
ফুলবাড়িয়ায় দুর্গোৎসবের আগে প্রশাসনের কঠোর নিরাপত্তা নজরদারি
HindusNews প্রতিবেদক:
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উদযাপনকে কেন্দ্র করে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ পূজা মন্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ইতিমধ্যেই কঠোর প্রস্তুতি নিয়েছেন।
ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, এবছর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর এলাকায় মোট ৬৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হবে। পূজা মন্ডপগুলোকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সাধারণ, গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ তিনটি স্তরে ভাগ করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি পুলিশের মোবাইল টিমও নিয়মিত তদারকি করবে। প্রতিটি মন্ডপে ৬ জন করে আনসার সদস্য নিয়োজিত রাখা হয়েছে।
স্থানীয় প্রশাসন সিসি ক্যামেরার আওতায় প্রতিটি মন্ডপ আনার পাশাপাশি, সরকারি কর্মকর্তাদের মাধ্যমে দৈনন্দিন মনিটরিং নিশ্চিত করছে। শ্রী অভিলাস চন্দ্র পাল জানান, “এবার দুর্গাপূজা উপলক্ষে প্রশাসন আমাদের মুহূর্তে খবর নিচ্ছেন। অতীতের তুলনায় এবছর নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সঞ্জিব বলেন, “বরাবরের তুলনায় এবার আমাদের বেশি নিরাপত্তা দেওয়া হয়েছে। পূজার মূল কার্যক্রম আগামী ২৯ তারিখ থেকে শুরু হবে। পূজার চার দিন আগে থেকেই আনসার মোতায়েন করা হয়েছে। পুলিশের একটি টিম ৩ ঘন্টা পরপর মন্ডপগুলোর খোঁজ খবর নিচ্ছে। প্রশাসনের এমন কার্যক্রমে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”
ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান নিশ্চিত করেছেন, “দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে থানা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকেও রয়েছে গোয়েন্দা নজরদারি। প্রতিমা বিসর্জন পর্যন্ত এই তদারকি অব্যাহত থাকবে। কেউ যদি অপ্রীতিকর ঘটনার চেষ্টা করে, তাকে কঠোর হস্তে দমন করা হবে। সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবেন।”