
অস্ত্রের মুখে জিম্মি করে প্রতাপ কুমার সরকারের বাড়িতে ডাকাতি!
নিজস্ব প্রতিবেদক :
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় দুধ ব্যবসায়ী প্রতাপ কুমার সরকারের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কবিরপুর এলাকায় রামকৃষ্ণ মন্দিরসংলগ্ন তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রতাপ কুমার সরকার HindusNews-কে জানান, ক্রিকেট খেলা দেখে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ একদল সশস্ত্র ডাকাত তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার এবং কাঁসা-পিতলের থালা-বাসন লুট করে নিয়ে যায়। ডাকাতদের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল এবং বয়স আনুমানিক ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা শাকিল আহমেদের নেতৃত্বে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি HindusNews-কে বলেন, ‘আমরা ইতোমধ্যে ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছি। ডাকাতদের শনাক্ত ও আটক করতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।’
স্থানীয়রা জানান, রামকৃষ্ণ মন্দির সংলগ্ন এই এলাকা সাধারণত শান্তিপূর্ণ হলেও সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে। প্রতাপ কুমার সরকারের পরিবারের সদস্যরা এখনো আতঙ্কে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও সন্দেহভাজনদের বিষয়ে তথ্য নিয়ে দ্রুত ডাকাতচক্রকে শনাক্ত করার চেষ্টা চলছে।