
জীবন দিয়ে হলেও বৌদ্ধ মন্দির রক্ষার প্রতিশ্রুতি সেনা কর্মকর্তার
নিজস্ব প্রতিবেদক, HindusNews :
খাগড়াছড়ির উত্তপ্ত পরিস্থিতিতে শনিবার রাতে এক আবেগঘন মুহূর্তে স্থানীয় বৌদ্ধ মন্দিরের নিরাপত্তা দিতে প্রাণপণ প্রতিশ্রুতি দেন সেনাবাহিনীর এক কর্মকর্তা। বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার সময় তিনি ঘোষণা দেন, “আমি আমার সৈনিকদের জীবন দিয়েও মন্দির রক্ষা করব। আমার জীবন থাকতে এই মন্দিরে কেউ হাত দিতে পারবে না।”
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতের দিকে শহরের একটি বৌদ্ধ মন্দিরসংলগ্ন এলাকায় এ দৃশ্যের জন্ম হয়। বিক্ষোভকারীদের পক্ষ থেকে যখন বলা হচ্ছিল “আমরা চলে যাচ্ছি”, তখন সেনা কর্মকর্তা মন্দির রক্ষায় নিজের অঙ্গীকার প্রকাশ করেন। এ সময় উপস্থিত জনতা কৃতজ্ঞতা জানিয়ে শান্তিপূর্ণভাবে সরে যেতে শুরু করে।
গত মঙ্গলবার রাতে খাগড়াছড়ির গুইমারা এলাকায় এক মারমা স্কুলছাত্রীকে ‘ধর্ষণের’ অভিযোগ ওঠে। এরপর থেকেই পার্বত্য জেলাজুড়ে বিক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলা এবং গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
প্রশাসনের পদক্ষেপ
খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি অতিরিক্ত ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বৌদ্ধ মন্দির কমিটির পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। সেনা কর্মকর্তার প্রাণপণ প্রতিশ্রুতি স্থানীয়দের মাঝে আস্থা তৈরি করেছে এবং উত্তেজনা প্রশমনে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।