
শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী
ঢাকা প্রতিনিধি :
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ রোববার থেকে শুরু হচ্ছে। শ্বশুরবাড়ি কৈলাস (স্বর্গলোক) থেকে কন্যারূপে দেবী দুর্গা বাপের বাড়ি মর্ত্যলোকে আগমন করেছেন। পূজাবিষয়ক ঐতিহ্য অনুসারে এ বছর দেবী দুর্গা গজে (হাতি) করে আসছেন এবং বিদায় নেবেন দোলায় (পালকি)।
আজ পূর্বাহ্ণে (সকাল ৯টা ৫৮ মিনিটের আগে) দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা সম্পন্ন হবে। সায়ংকালে (সন্ধ্যায়) হবে দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। এর মাধ্যমে দেবী দুর্গার বাপের বাড়িতে অবস্থানের আনুষ্ঠানিক সূচনা ঘটবে।
পুরাণে বর্ণিত আছে, অসুরশক্তির কাছে পরাভূত হয়ে দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে দেবতারা সম্মিলিত হন এবং তাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুরবিনাশী দেবী দুর্গা। সেই থেকেই অসুরনাশের প্রতীক হিসেবে প্রতি বছর দুর্গাপূজা উদ্যাপন হয়ে আসছে।
চলতি বছরের শারদীয় দুর্গাপূজার শুভ মহালয়া অনুষ্ঠিত হয় ২১ সেপ্টেম্বর। এর মধ্য দিয়েই দেবীপক্ষের সূচনা হয়। আর আজ দুর্গাষষ্ঠীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুর্গাপূজা। আগামীকাল সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমী উদ্যাপিত হবে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর দেশে ৩১ হাজার ৪৬১টি দুর্গাপূজা হয়েছিল। সেই হিসাবে এ বছর ১ হাজার ৮৯৪টি দুর্গাপূজা বেশি হচ্ছে। এছাড়া শুধু ঢাকা মহানগরে এ বছর ২৫৯টি পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ৭টি বেশি।
পূজা উদ্যাপন পরিষদ জানিয়েছে, বাড়তি পূজামণ্ডপের কারণে এ বছর সারাদেশে পূজার আমেজ ও আয়োজন আরও বেশি প্রাণবন্ত হবে। সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে উৎসব উপভোগ করতে পারে, সে জন্য প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।