
শান্তিপূর্ণ পূজা উদ্যাপন নিশ্চিত করতে বান্দরবান সদরে মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার
অর্পন কর্মকার, বান্দরবান জেলা প্রতিনিধি :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সদর থানাধীন বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি সদর থানাধীন পূজামণ্ডপগুলোতে গিয়ে সার্বিক নিরাপত্তা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন। প্রতিটি মণ্ডপে তিনি পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন ও মতবিনিময় করেন। এ সময় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার সাংবাদিকদের বলেন, “পূজার সময় যাতে সর্বস্তরের মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব উপভোগ করতে পারেন সে লক্ষ্যে বান্দরবান জেলা পুলিশ সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।” তিনি আরও বলেন, “যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ বাহিনী সদা প্রস্তুত রয়েছে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের সম্মিলিত উপস্থিতি পূজার নিরাপত্তা প্রস্তুতিতে জেলা পুলিশের গুরুত্বারোপকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।
স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতারা বলেন, পুলিশের এ ধরনের সরেজমিন পরিদর্শন পূজার সময় পূজারী ও আগত দর্শনার্থীদের মনে আস্থা তৈরি করে।
তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পূজা উদ্যাপনের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানান।