
লিটন সাধুর চুল-জটা কেটে রুপার বালা লুট : মাহবুবুর রহমান গং অভিযুক্ত
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর পোস্তগোলা মহাশ্মশানে লাশ সৎকারের কাজ করেন এবং পাশাপাশি সদরঘাট এলাকায় ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন লিটন সাধু। আধ্যাত্মিক সাধনার অংশ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে চুল-দাড়ি ও জটা লম্বা রেখেছিলেন। দুই হাতে পরতেন ধাতব ও রুপার বালা।
গত কয়েক দিনে চাঞ্চল্যকর এক ঘটনায় এই লিটন সাধুর মাথার চুল-জটা জোরপূর্বক কেটে দেওয়া হয়েছে এবং তার হাতের প্রায় ৫০ ভরি রুপার বালা ছিনিয়ে নেওয়া হয়েছে। বালাগুলোর আনুমানিক বাজারমূল্য আড়াই থেকে তিন লাখ টাকা।
অভিযুক্ত ব্যক্তির নাম মাহবুবুর রহমান (ডাকনাম মাহবুব সরকার), বাবার নাম সামছুল আলম। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও গ্রামে। তিনি “মাহবুব ক্রিয়েশন ফোর” নামের একটি সংগঠনের উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেন। অভিযোগ উঠেছে, তিনি ও তার সহযোগী দল মিলে লিটন সাধুর জটা ও চুল-দাড়ি কেটে দেন এবং পরে বালাগুলো লুটে নেন।
লিটন সাধু জানান, তিনি প্রাণপণ চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারেননি। হঠাৎ করে কয়েকজন এসে তাকে ঘিরে ফেলে এবং জোরপূর্বক চুল-জটা কেটে হাতের বালা খুলে নিয়ে চলে যায়। এই ঘটনার পর তিনি প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন এবং আইনগত সহায়তা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়রা জানান, আধ্যাত্মিক ও সামাজিকভাবে পরিচিত একজন মানুষের সঙ্গে এ ধরনের বর্বর আচরণ উদ্বেগজনক। তারা ঘটনার দ্রুত তদন্ত এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, এই ঘটনায় এখনো কোনো মামলা বা পুলিশি পদক্ষেপের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ভুক্তভোগী এবং স্থানীয়রা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।