
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মাগুরায় দীপ্ত কুরি গ্রেপ্তার!
মাগুরা প্রতিনিধি :
মাগুরা জেলার সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের পয়ারী গ্রামের গৌতম কুরির ছেলে দীপ্ত কুরি (২৫)–কে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে দীপ্ত কুরি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দুর্গাপূজার প্রতিমার একটি ছবি এডিট করে পোস্ট করেন। ছবিতে দুর্গা প্রতিমার পাশে থাকা অসুরের মুখে দাড়ি এবং মাথায় সাদা টুপি যোগ করা হয়। ওই পোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। তারা বিক্ষোভে নামেন এবং দীপ্ত কুরির শাস্তি দাবি করেন।
খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ২৭ সেপ্টেম্বর শনিবার রাতে দীপ্ত কুরিকে তার বাড়ি থেকে আটক করে হেফাজতে নেয়। এ ঘটনায় মাগুরা জেলা পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক কুমুদ রঞ্জন বিশ্বাস বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “আসন্ন দুর্গাপূজার প্রতিমার ছবি কেটে দুর্গার ডানপাশে থাকা অসুরের মুখে দাড়ি ও মাথায় টুপি বসিয়ে দীপ্ত কুরি ছবি পোস্ট করেছেন। খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় মুসলমানদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ দ্রুত তাকে আটক করে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
স্থানীয়দের অভিযোগ, দীপ্ত কুরি ইচ্ছাকৃতভাবে প্রতিমার ছবি বিকৃত করে সমস্ত মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। তারা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।