

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় হিন্দু যুবকের মৃত্যু, আহত আরও একজন!
সাগর কর্মকার, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :
মাদারীপুরের শিবচরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দেবাশীষ (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাফফার কাজী (৪০)। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ভাঙা আঞ্চলিক সড়কের শিবচরের সূর্যনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দ্রুতগামী ইজিবাইক মোটরসাইকেলকে ধাক্কা দেয়ার কারণে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী দেবাশীষ মারা যান। গুরুতর আহত গাফফার কাজীকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিবচরের এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত দেবাশীষের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
শিবচর হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করেছে। তবে ঘটনার পরপরই ইজিবাইকের চালক পালিয়ে গেছে। পুলিশ তাকে ধরার চেষ্টা চালাচ্ছে।