
পূজার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ভিডিপি সদস্য খুন
ঢাকা প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপের দায়িত্ব শেষ করার পর বাড়ি ফেরার পথে শাকিল হোসেন (২৫) নামে এক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যকে দুর্বৃত্তের হামলায় হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাইশাকান্দা ইউনিয়নের সিংশ্রী বাজারে।
নিহত শাকিল হোসেন ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি তার মায়ের সঙ্গে নানার বাড়ি বাইশাকান্দা ইউনিয়নের সিংশ্রী এলাকায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল আসন্ন দুর্গাপূজার দায়িত্ব শেষ করে রাত ৯টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। রাতে আনুমানিক ১০টার দিকে সিংশ্রী বাজারে পৌঁছালে দুর্বৃত্তরা লোহার রড দিয়ে তার ওপর হামলা চালায়। তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ধামরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আসিফ ইকবাল জানান, শাকিল হোসেন দক্ষিণ খাগাইল শিবনাথ কুটির পূজামণ্ডপে ডিউটি করছিলেন। হত্যাকাণ্ডের দিনই তার শেষ ডিউটির দিন ছিল।
বাইশাকান্দা ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য জালাল উদ্দিন জানান, শাকিল হোসেন তার ওয়ার্ডের বাসিন্দা। শাকিলের বাবা অন্যত্র বিয়ে করে তার মাকে ডিভোর্স দেন। এরপর থেকে শাকিল ও তার ছোট ভাই মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতেন।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের পরিবার ইতিমধ্যেই হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে।