
মহাপঞ্চমীর রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রশাসনকর্তৃক নিরাপত্তা তদারকি
সবুজ দত্ত, ঢাকা প্রতিনিধি :
শারদীয় দুর্গোৎসবের মহাপঞ্চমীর রাতে ঢাকার সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দির শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে নিরাপত্তা তদারকির করেন ঢাকা মহানগরের সকল জেলা প্রশাসক।
সারা রাতের আয়োজন ও পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকবৃন্দ। তাঁদের উপস্থিতি মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা আরও সুরক্ষিত ও শান্তিপূর্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এই সময় কুশল বিনিময়ের এক অনন্য মুহূর্তে, ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ-এর সদস্যদের সঙ্গে জেলা প্রশাসকবৃন্দের স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দী হয়। উপস্থিত সদস্যরা জানান, “প্রশাসনের এমন তৎপরতা আমাদেরকে উৎসব উদযাপনে আরও মনোবল যোগাচ্ছে। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দুর্গোৎসব পালন করতে সক্ষম হচ্ছি।”
ডিসি মহোদয়গণও জানিয়েছেন, “ধর্মীয় উৎসবের সময় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে আমরা নিশ্চিত করেছি যে পূজা উদযাপন সকলের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হচ্ছে।”
মহাপঞ্চমীর এই রাতে মন্দির প্রাঙ্গণ জুড়ে প্রশাসনের উপস্থিতি, স্বেচ্ছাসেবক ও পূজারতন্ত্রীদের সমন্বয়ে তৈরি হয়েছিল চমৎকার এক সুরক্ষিত পরিবেশ।