
শারদীয় দুর্গোৎসবের মানবিক উদ্যোগ: বান্দরবানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন
অর্পন কর্মকার, বান্দরবান জেলা প্রতিনিধি :
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এ বছর বান্দরবানে এক অনন্য মানবিক উদ্যোগের সূচনা হয়েছে। ধর্মীয় উৎসবের আনন্দে সমাজকল্যাণকে যুক্ত করতে শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ – ২০২৫ প্রথমবারের মতো বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করছে। আগামীকাল ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার বান্দরবান সদরের রাজারমাঠ প্রাঙ্গণে এই বিশেষ স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই দিনব্যাপী মেডিকেল ক্যাম্পটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উৎসব উদযাপন পরিষদের এই উদ্যোগে বেশ কয়েকজন বিশিষ্ট চিকিৎসক স্বেচ্ছাশ্রমে সেবা প্রদান করবেন। মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুব্রত দে, জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডা. অজয় কিশোর বড়ুয়া, চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডা. উর্মীলা দেব, অ্যানাস্থেসিওলজি বিশেষজ্ঞ ডা. চিংত্রা সাং মামা, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. নিয়াজ মুহাম্মদ সিকদার এবং দন্ত বিশেষজ্ঞ ডেন্টিস্ট শান্তনু দাশ এই ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করবেন। আয়োজকরা জানিয়েছেন, শিশু, নারী, পুরুষ নির্বিশেষে সকল ধর্মাবলম্বী মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।
পরিষদের কর্মকর্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি মিলন, ভালোবাসা ও মানবিকতার উৎসব। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সকলের অংশগ্রহণের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বান্দরবানবাসীর প্রতি আয়োজক কমিটির আহ্বান, সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও মানবিকতার এই মহতী উদ্যোগকে সফল করতে সকলে যেন নির্দিষ্ট সময়ে রাজারমাঠে উপস্থিত হয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।