
রামুতে বৌদ্ধ বিহার থেকে ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার!
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল পুরাতন রাখাইন বৌদ্ধ বিহার থেকে এক তরুণ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পেয়ে রামু থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত ভিক্ষুর নাম থুই নু মং মারমা (২২)। তাঁর বৌদ্ধ নাম কিমা চারা। তিনি রাঙামাটির কাউখালী উপজেলার দাপুয়া গ্রামের মং শিপ্রু মারমার ছেলে।
রামু থানা পুলিশের ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিহারের ভেতরে ওই তরুণ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। প্রাথমিকভাবে স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হবে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
ঘটনার খবর পেয়ে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, খুবই শান্ত ও ভদ্র ছিলেন এই তরুণ ভিক্ষু। তাঁর অকাল মৃত্যুতে রাখাইন সম্প্রদায়সহ স্থানীয় বৌদ্ধ সমাজে শোকের আবহ তৈরি হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে বিহার ও আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।