
রাজধানীতে ৮৯টি পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ! বাড়তি নিরাপত্তায় ডিএমপি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীজুড়ে চলছে পূজার প্রস্তুতি ও আয়োজন। নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে— রাজধানীর ২৫৯টি পূজামণ্ডপের মধ্যে ৮৯টি মণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাড়তি পুলিশ মোতায়েন থাকবে।
রোববার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানান।
তিনি বলেন, “এবারের পূজা ঘিরে বড় কোনো নাশকতার শঙ্কা নেই। তবে কিছু মণ্ডপকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। এসব মণ্ডপে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে। বিশেষ করে গোয়েন্দা পুলিশ, সিটিটিসি, সাইবার ইউনিট, বোম ডিসপোজাল ইউনিট ও সোয়াট সদস্যরা এখানে দায়িত্ব পালন করবেন।”
ডিএমপি কমিশনার আরও জানান, রাজধানীর প্রতিটি মণ্ডপে চার স্তরে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা চালু থাকবে। অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি ডিএমপির গোয়েন্দা শাখা ও বিশেষ ইউনিটগুলো তৎপর থাকবে। প্রতিটি থানার টহল টিম এবং ডিএমপির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা দিন-রাত পরিদর্শনে নিয়োজিত থাকবেন।
তিনি বলেন, “উৎসবকে সবার কাছে একটি উৎসবমুখর পরিবেশে রাখতে প্রতিটি পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরায় আওতাভুক্ত করা হয়েছে। পুলিশের পাশাপাশি পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন।”
মন্দির ও প্রতীমাগুলোকে আরও সুরক্ষিত রাখতে পূজা উদযাপন কমিটিগুলোর প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “ভক্তরা রাতে মন্দির ছেড়ে যাওয়ার পর থেকে সকালে আসার আগ পর্যন্ত অন্তত দুইজন স্বেচ্ছাসেবককে নিরাপত্তার দায়িত্বে রাখতে হবে। এতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা কমে যাবে।”
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, পূজা উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর প্রতিটি এলাকায় পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত তৎপরতায় এবারের দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন কমিশনার।